গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভূক্ত দেশের তথ্যপ্রযুক্তি ও প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানকারী ইনোভেটিভ ইনস্টিটিউট অব টেকনোলজি দেশের শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের দক্ষ জনবল তথা আত্ম কর্মসংস্থানের উপযোগী হিসাবে গড়ে তুলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীভূক্ত ৩ / ৬ মাস মেয়াদি বেসিক ট্রেড কোর্স সমূহ ছাড়াও অন্যান্য সরকারি উন্নয়নমূলক কোর্স সমূহ পরিচালনা করে আসছে ।।
সীমিত সংখ্যক আসনে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।
এই কোর্স গুলোর সিলেবাস প্রনয়ন, পরীক্ষা নিয়ন্ত্রন ও সার্টিফিকেট প্রদান প্রভৃতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত।ইনোভেটিভ আইটি বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদেরকে ইনোভেটিভ যুব ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে।
ন্যুনতম এস.এস.সি পাশ যে কোন বয়সের যে কেউ এই কোর্স গুলোতে ভর্তি হতে পারবে । প্রফেশনাল প্রশিক্ষন প্রদানের মাধ্যমে ইনোভেটিভ আইটি বিগত ১ বছরে ৩০০ বেকার যুবক/যুবমহিলাদের কর্মপযোগী করে গড়ে তুলেছে যাদের অনেকেই এখন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্ম এ আবেদন করতে হবে।
🏷আমাদের অফিসের ঠিকানা:
আকলেছ প্লাজা,২য়তলা, ৬০/৩ উলাইল,সাভার ঢাকা-১৩৪০
(আল -মুসলিম গার্মেন্টসের এর বিপরীত পাশে)
মোবাইলঃ 01788-101050
ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক ঃhttps://goo.gl/z88C73